মুম্বই : 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস । তবে ওম্যানহুডকে সেলিব্রেট করার জন্য কেন মাত্র একটা দিন বরাদ্দ ? প্রশ্ন তুললেন রকুল । এটাও জানালেন যে, তিনি এই নারী দিবসের কনসেপ্টটাকেই মানেন না ।
অভিনেত্রী বলেন, "আমি নারী দিবসের কনসেপ্টটাকেই মানি না । আমরা তো পুরুষ দিবস পালন করি না । তাহলে নারীদের জন্য কেন আলাদা দিন বরাদ্দ থাকবে ? আমার মনে হয় প্রতিটা দিন নারী দিবস হিসেবে পালন করা উচিত । সবার আগে মহিলাদের সম্মান করা প্রয়োজন, সেটাই সবথেকে জরুরী বিষয় ।"
নারীদিবসের পরের দিনই বাঙালিদের দোল ও অবাঙালিদের হোলি । সেদিন কী প্ল্যান রকুলের ? এই প্রশ্নে অভিনেত্রীর জবাব "এই বছর হোলির দিন আমার শুট রয়েছে ।" এই পুরো বছরটাই বেশ ব্যস্ততার মধ্য কাটবে তাঁর । জন আব্রাহামের সঙ্গে 'অ্যাটাক', কমল হাসানের সঙ্গে 'ইন্ডিয়ান 2', কাশভি নায়ারের পরবর্তী প্রোজেক্টে দেখা যাবে তাঁকে ।