মুম্বই : হাতে সময় নেই বললেই চলে । কিন্তু, শরীরচর্চা করতেই হবে । ব্যস্ততার জন্য এখন জিমে যাওয়াও সম্ভব হচ্ছে না । আর সেই কারণে শরীরচর্চার এক অন্যরকম পথ বাতলে নিলেন রকুল প্রীত সিং ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । সেখানে রাস্তায় সাইকেল চালাতে দেখা গিয়েছে তাঁকে । পাশে থাকা গাড়ি থেকে সেই ভিডিয়ো করা হয় । এমনকী, গাড়ি চালকের সঙ্গে সাইকেল চালানোর সময় কথাও বলেন তিনি ।