পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধর্ষকরা শাস্তি না পেলে #HangTheRapist, শাস্তি পেলে বিরোধীতা? - রাখি সাওয়ান্তের খবর

হায়দরাবাদ গণধর্ষণ মামলায় এনকাউন্টার নিয়ে নিজের মত জানালেন রাখি সাওয়ান্ত।

Rakhi Sawant on Hederabad Rape case
Rakhi Sawant on Hederabad Rape case

By

Published : Dec 14, 2019, 5:14 PM IST

মুম্বই : হায়দরাবাদ গণধর্ষণ মামলায় অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে দ্বিধাবিভক্ত দেশ। পুলিশের এই সিদ্ধান্তে অখুশি অনেকেই। আর সাধারণ মানুষের এই দ্বিচারিতার বিরুদ্ধেই মুখ খুললেন রাখি সাওয়ান্ত।

সম্প্রতি রাখির ভাই রাকেশ সাওয়ান্তের পরিচালনায় মুক্তি পেয়েছে 'মুদ্দা 370 জে অ্যান্ড কে'। সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রাখি। তাঁকে হায়দরাবাদে হওয়া এনকাউন্টার নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী বলেন, "হায়দরাবাদ পুলিশকে আমি স্যালুট করতে চাই। ভারতীয় মহিলাদের জন্য এরকম ভাইয়েরা পুলিশবাহিনীতে মজুত রয়েছেন। হায়দরাবাদের মেয়েটি ন্যায় পেয়েছে। খুব ভালো কাজ হয়েছে।"

রাখি আরও বলেন, "অনেকেই পুলিশের বিরোধীতা করছে। আমার খুব খারাপ লাগছে। যখন কোনও রেপিস্ট শাস্তি পায় না, তখন সবাই মোমবাতি নিয়ে তাদের ফাঁসির দাবি জানায়। আর যখন ফাঁসি দেওয়া হয় বা এনকাউন্টার করা হয়, তখন সেই সব মানুষগুলোই সমস্যা তৈরি করে। আমি সত্যিই জানি না।"

যারা এই এনকাউন্টারের বিরোধীতা করছে, তাদের সম্পূর্ণ বিরোধীতা করছেন রাখি। শুনে নিন অভিনেত্রীর বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

এই গণধর্ষণ মামলার পর থেকে বিভিন্ন সময়ে রাখি সোশাল মিডিয়ায় তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। সরাসরিকে মোদিকে উদ্দেশ্যে করে প্রতিবাদ জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details