মুম্বই : হায়দরাবাদ গণধর্ষণ মামলায় অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে দ্বিধাবিভক্ত দেশ। পুলিশের এই সিদ্ধান্তে অখুশি অনেকেই। আর সাধারণ মানুষের এই দ্বিচারিতার বিরুদ্ধেই মুখ খুললেন রাখি সাওয়ান্ত।
সম্প্রতি রাখির ভাই রাকেশ সাওয়ান্তের পরিচালনায় মুক্তি পেয়েছে 'মুদ্দা 370 জে অ্যান্ড কে'। সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রাখি। তাঁকে হায়দরাবাদে হওয়া এনকাউন্টার নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেত্রী বলেন, "হায়দরাবাদ পুলিশকে আমি স্যালুট করতে চাই। ভারতীয় মহিলাদের জন্য এরকম ভাইয়েরা পুলিশবাহিনীতে মজুত রয়েছেন। হায়দরাবাদের মেয়েটি ন্যায় পেয়েছে। খুব ভালো কাজ হয়েছে।"