মুম্বই : রাখি সাওয়ান্তের মা ক্যানসার আক্রান্ত, মুম্বইয়ের এক হাসপাতালে কেমো চলছে তাঁর । এখবর জানতে পেরে চুপ করে বসে থাকেননি সলমন খান । তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ।
আর সলমনের সাহায্য পেয়ে আবেগতাড়িত মা-মেয়ে । হাসপাতালের বিছানায় শুয়েই ভাইজানকে ধন্যবাদ জানালেন রাখির মা জয়া ।