মুম্বই : গত বছর অগাস্ট মাসে মুম্বইয়ের কোনও এক পাঁচতারা হোটেলে সাত পাকে বাঁধা পড়েছেন রাখি সাওয়ান্ত, অন্তত তিনি এমনটাই দাবি করেন । কিন্তু, এখনও অবধি তাঁর স্বামীর কোনও ছবি সামনে আসেনি । তবে সম্প্রতি রাখি একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে "ইনিই কি রাখির স্বামী ?" কি ছিল সেই ভিডিয়োয় ?
রাখির শেয়ার করা সেই ভিডিয়োতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে, যিনি রাখির তরফ থেকে সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছেন । যদিও তিনি নিজেকে রাখির স্বামী বলে উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের মনে একটা সম্ভাবনার কথা আসে । তারা প্রশ্ন করেন, ইনিই কি তাহলে রাখির স্বামী ?