মুম্বই : 15 বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'রঙ দে বসন্তী' । এই ছবি মুক্তির জন্য সাধারণতন্ত্রের থেকে ভালো দিন আর কী হতে পারত ? স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা ।
কয়েকটি ছেলেমেয়ে ভগৎ সিং ও তাঁর সঙ্গীদের উপর তৈরি ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয় । না, শুধু মুখের কথায় নয় । ভগৎ সিংদের ভাবাদর্শে নিজেদের জীবন চালিত করে সেই ছেলেমেয়গুলো, কঠিন সিদ্ধান্ত নেয় । পরিণতি কী হয় ? সেটাই ছবির উপজীব্য ।