বন্দিপুর, 28 জানুয়ারি: বিয়ার গ্রিলসের ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিং করতে গিয়ে আহত হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ তার কাঁধে ও পায়ের গোড়ালিতে চোট লেগেছে বলে জানা গেছে ৷
ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিংয়ে জখম রজনীকান্ত - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কর্ণাটকের বন্দিপুর জঙ্গলে তিনি ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিং করছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে এই শোতে আমন্ত্রণ করা হয়েছিল । আজ শুটিং চলছিল বন্দিপুর জঙ্গলে ৷ শুটিং চলাকালীনই তাঁর চোট লাগে ৷
শুটিংয়ে জখম হলেন রজনীকান্ত
কর্ণাটকের বন্দিপুর জঙ্গলে তিনি ম্যান ভার্সেস ওয়াইল্ড-এর শুটিং করছিলেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে এই শোতে আমন্ত্রণ করা হয়েছিল । আজ শুটিং চলছিল বন্দিপুর জঙ্গলে ৷ শুটিং চলাকালীনই তাঁর চোট লাগে ৷
পরে চেন্নাই বিমান বন্দরে নেমে রজনীকান্ত সাংবাদিকদের জানান, ম্য়ান ভার্সেস ওয়াইল্ড- এর শুটিং শেষ হয়ে গেছে । তাঁর সামান্য চোট লেগেছিল । তিনি সুস্থ রয়েছেন ।