মুম্বই : সরকারের তরফে শুটিংয়ের অনুমতি দেওয়া হলেও, এখনও শুরু হয়নি বেশিরভাগ ছবির শুটিং । আর সেই কারণেই এখনও পর্যন্ত বাড়িতেই রয়েছেন তারকারা । এই সময় সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সবাই । বাদ যাননি রাজকুমার রাও । বাড়িতে বসেই দিন কাটছে তাঁরও । আর এই সময় একাধিক ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় ।
সম্প্রতি ইনস্টাগ্রামে ছেলেবেলার ছবি পোস্ট করেন রাজকুমার । তবে শুধুমাত্র নিজের ছবিই নয় । গার্লফ্রেন্ড পত্রলেখার ছবিও পোস্ট করতে দেখা যায় তাঁকে । আসলে দু'জনের ছেলেবেলার ছবিকে পাশে রেখে একটি কোলাজ বানান তিনি । এরপর তা পোস্ট করেন ।
এছাড়া এই মুহূর্তে অভিনয়কে খুবই মিস করছেন রাজকুমার । কয়েকদিন আগে একটি ছবি পোস্ট করে একথা জানান তিনি । সেখানে কালো সানগ্লাস আর স্ট্রাইপড টি-শার্ট পরতে দেখা গিয়েছে তাঁকে । পিছনের কাচে তাঁর প্রতিবিম্ব । এর ক্যাপশনে লেখেন, "আমি আর আমার প্রতিবিম্ব অ্যাকশন শোনার অপেক্ষায়.."।
এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে রাজকুমারের হাতে । তার মধ্যে 'লুডো', 'রুহি আফজ়া' ও 'ছলাং' অন্যতম । এছাড়া প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । উপন্যাস 'দা হোয়াইট টাইগার' অবলম্বনে তৈরি হতে চলেছে ছবিটি । তবে তার নাম এখনও ঠিক হয়নি ।