মুম্বই : অভিনেতা রাজকুমার রাওয়ের অভিনয় নিয়ে কোনও কথা হবে না । তিনি বলিউডের অন্যতম পরিশ্রমী অভিনেতা । যে কোনও চরিত্রকে নিপুণভাবে ফুটিয়ে তোলেন তিনি পরদায় । এহেন রাজকুমারের মুখে আজ অন্য কথা !
সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে রাজকুমার লিখেছেন, "ডোন্ট ওয়ার্ক হার্ড, বাট ওয়ার্ক দ্য হার্ডেস্ট ।" অর্থাৎ কঠিন পরিশ্রম কোরো না, কঠিনতম পরিশ্রম কর । রাজকুমারের টুইস্টটা বুঝতে পেরেছেন ?