পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্লাসিক ফিল্ম 'চুপকে চুপকে'-র রিমেকে রাজকুমার - rajkumar rao new film

খুব তাড়াতাড়ি ধর্মেন্দ্র জুতোয় পা গলাবেন রাজকুমার রাও । ক্লাসিক ফিল্ম 'চুপকে চুপকে'-র রিমেকে দেখা যাবে রাওকে । 2021 সালের মার্চ মাস থেকে শুরু হবে শুটিং ।

rajkumar rao chupke chupke
rajkumar rao chupke chupke

By

Published : Oct 27, 2020, 1:59 PM IST

মুম্বই : আগামী বছর একের পর এক ইন্টারেস্টিং প্রজেক্টে দেখা যাবে রাজকুমার রাওকে । তার মধ্যে অন্যতম 'চুপকে চুপকে'-র রিমেক । ধর্মেন্দ্র অভিনীত এই ক্লাসিক ফিল্মে মুখ্য ভূমিকায় থাকবেন রাও ।

শোনা যাচ্ছে আগামী বছর মার্চ মাসে শুরু হবে ছবির শুটিং । স্ক্রিপ্ট মোটামুটি তৈরি । ছোটোখাটো কিছু পরিবর্তন করা হচ্ছে । পুরোনো ফিল্মের স্বাদকে অটুট রেখে এই সময়ের মোড়কে তৈরি হচ্ছে এই রিমেক ।

তবে রাজকুমার ছাড়া আর কারও চরিত্র এখনও ফাইনাল হয়নি । হৃষিকেশ মুখার্জি পরিচালিত 'চুপকে চুপকে' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন । তাঁর অভিনীত পরিমল চরিত্রটির জন্য অভিনেতা খোঁজা চলছে ।

ধর্মেন্দ্রর চরিত্রে অভিনয় করলে কোথাও একটা তুলনা তো এসেই যাবে রাজকুমারের জন্য । সেই নিয়ে একটু চাপে আছেন অভিনেতা । কিছুদিন আগে তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, "এটা খুব বড় দায়িত্ব । তবে হৃষিকেশ মুখার্জির স্ট্যান্ডার্ড হয়তো আমরা ম্যাচ করতে পারব না ।"

রাজকুমার রাওকে লুকোচুরি খেলতে দেখার জন্য মুখিয়ে দর্শক । শুটিং শুরু 2021 সালের মার্চ মাসে ।

ABOUT THE AUTHOR

...view details