মুম্বই : প্রকাশিত হল সোনু সুদের আত্মজীবনী 'আই অ্যাম নো মসিহাঁ'। হিন্দি ও ইংরেজিতে প্রকাশিত হয়েছে এই বই । আর এর জন্য সোনুকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বলি তারকা ।
কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বাস, ট্রেন ও বিমানের ব্যবস্থা করা । আবার কখনও অনলাইল ক্লাসের জন্য পড়ুয়াদের সাহায্য করা । কারও চিকিৎসার খরচ দেওয়া তো কখনও ছেলেকে তার অসুস্থ মায়ের কাছে পৌঁছে দেওয়া । কোরোনা পরিস্থিতির মধ্যে এইসব কাজের মাধ্যমেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন সোনু সুদ । আর এভাবেই দেশের সব প্রান্তের মানুষের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি । সবার কাছে 'মসিহাঁ' অর্থাৎ রক্ষাকর্তা হয়ে উঠেছেন । যদিও নিজেকে রক্ষাকর্তা বলতে রাজিনন তিনি । সেই কথাই এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন ।
এই বই প্রকাশিত হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন তুষার কাপুর, অপারশক্তি খুরানা, অমিত সাধ সহ আরও অনেকে ।
টুইটারে সোনুর উদ্দেশে অমিত সাধ লেখেন, "অনেকেই জানেন না আমাকে প্রথম ব্রেক দিয়েছিলেন সোনু ভাই । তাঁর জন্যই আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি । তিনি যে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে যান, যা নিয়ে এখন সবাই কথা বলছেন এটা এখনকার নয় আমার মনে হয় বহু বছর ধরেই এই কাজ করে আসছেন তিনি ।" পাশাপাশি বইয়ের জন্য সোনুকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত ।