পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাজকুমারের এই পরিবর্তন দেখেছেন ? - রাজকুমার রাওয়ের খবর

রোগাসোগা চেহারার শান্ত স্বভাবের ছেলেটার গায়ে এখন শক্ত মাসল । ঘণ্টার পর ঘণ্টা জিমে থাকার ফল সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা রাজকুমার রাও ।

Rajkumar Rao Fitness
Rajkumar Rao Fitness

By

Published : Dec 3, 2020, 7:23 AM IST

মুম্বই : রাজকুমার রাওয়ের কথা আর নতুন করে কী বলব ? প্রতিটা চরিত্রের জন্য তিনি নিজেকে পরিবর্তন করেন । বদলে যায় তাঁর কথাবার্তা, শরীরী ভাষা, চোখের দৃষ্টি সবকিছু । এবার নিজের শারীরিক গড়নেও বিশাল পরিবর্তন আনলেন অভিনেতা ।

জিমে তোলা একটি ছবি শেয়ার করেছেন রাজকুমার । নিয়মিত শরীরচর্চা করে তাঁর ভোল একেবারে বদলে গেছে । এখন তাঁর শরীরে শক্ত মাসল ।

ক্যাপশনে রাজকুমার লিখেছেন, "ছোটোবেলায় শুনেছিলাম পরিশ্রমের ফল মিষ্টি হয় । আর ফল যত মিষ্টি খেতে চাও, তত বেশি করে পরিশ্রম কর ।" রাজকুমার যে তাঁর পরিশ্রমের মিষ্টি ফল পেয়েছেন, তা বেশ বোঝা যাচ্ছে ।

'দ্য় হোয়াইট টাইগার', 'সেকেন্ড ইনিংস', 'বধাই দো', 'রুহি আফজ়া'-র মতো একাধিক ইন্টারেস্টিং প্রজেক্ট রাজকুমারের ঝুলিতে । তবে কোন ছবির জন্য তাঁর এই ট্রান্সফর্মেশন সেটা বোঝা যায়নি ।

প্রিয়াঙ্কা চোপড়া, ভূমি পেদনেকর, অমিত সাধের মতো সেলেব্রিটিরাও মুগ্ধ রাজকুমারের এই চেঞ্জ দেখে ।

ABOUT THE AUTHOR

...view details