পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মির্জ়া গালিবের লেখায় মগ্ন রাজকুমার - রাজকুমার রাওয়ের খবর

নিজের গন্তব্য নিজে তৈরি কর....লিখলেন আত্মবিশ্বাসী রাজকুমার । সঙ্গে শেয়ার করলেন মির্জ়া গালিবের এক টুকরো লেখাও ।

Rajkumar rao mirza galib
Rajkumar rao mirza galib

By

Published : Aug 3, 2020, 12:02 PM IST

মুম্বই : কোনও গডফাদার ছাড়াই নিজের ক্যারিয়ার তৈরি করেছেন রাজকুমার । তিনি সেই হাতে গোনা অভিনেতাদের মধ্যে একজন, যাঁর কাজ নিয়ে আজ অবধি তেমন কোনও সমালোচনা হয়নি । সিনেমা যেমনই হোক, রাজকুমার প্রায় সব ছবিতেই অনবদ্য । নিজের গন্তব্য নিজে তৈরি করেছেন আত্মবিশ্বাসী অভিনেতা ।

নিজের একটি ছবি শেয়ার করেছেন রাজকুমার । চোখে-মুখে একটা দীপ্তি, বুদ্ধির ঝলক । কালো লেদার জ্যাকেট, আর গোল ফ্রেমের রোদ চশমায় চোখ ফেরানো দায় তাঁর থেকে ।

ক্যাপশনটিও ভারি সুন্দর লিখেছেন রাজকুমার । লিখেছেন, "নিজের গন্তব্য নিজে তৈরি কর ।"

এরপর মির্জ়া গালিবের লেখা দু'লাইন কবিতা শেয়ার করেছেন অভিনেতা । "হাতের রেখায় ভরসা রেখো না / যার হাত থাকে না,তারও কিন্তু ভাগ্য থাকে ~ মির্জ়া গালিব", অনুপ্রেরণা জুগিয়েছেন রাজকুমার ।

দেখে নিন তাঁর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details