দেরাদুন : রাজকুমার রাওয়ের সঙ্গে 'রুহি আফজ়া' ছবিতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। দেরাদুনে সেই ছবির শুটিংয়ে এখন ব্যস্ত তাঁরা । ছবিটিরই একটি অপহরণের দৃশ্যে অভিনয় করছিলেন জাহ্নবী-রাজকুমার।
জাহ্নবীকে অপহরণ করলেন রাজকুমার? দেখুন ভিডিয়ো - বলিউড
জাহ্নবী কাপুরের বেশ বড় ফ্যানবেস রয়েছে। তাই বলে রাস্তার মধ্যিখান থেকে অপহৃত হতে হল অভিনেত্রীকে? তাও আবার রাজকুমার রাওয়ের হাতে?
রাজকুমার রাও
এই প্রথম একসঙ্গে কাজ করছেন রাজকুমার আর জাহ্নবী। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে দর্শকের মধ্যে। এর আগে রাজকুমার অভিনীত হরর কমেডি 'স্ত্রী' বক্স অফিস কাঁপিয়েছিল। 'রুহি আফজ়া'-ও একটি হরর কমেডি। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শককে হাসতেও বাধ্য করবে এই ছবি।
দীনেশ ভিজান প্রযোজিত ও হার্দিক মেহতা পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২০ মার্চ।