পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পত্রলেখা নয়, অন্য অভিনেত্রীর সঙ্গে ডিনারে গেলেন রাজকুমার - rajkumar

পত্রলেখা সিংয়ের সঙ্গে অনেকদিনের সম্পর্ক রাজকুমার রাওয়ের । তবে অন্য অভিনেত্রীর সঙ্গে ডিনারে গেলেন রাজকুমার । কে বলুন তো ?

rajkumar rao with priyanka chopra
rajkumar rao with priyanka chopra

By

Published : Jan 18, 2021, 2:12 PM IST

Updated : Jan 19, 2021, 1:11 PM IST

মুম্বই : চুলবুলি পিঙ্কির সঙ্গে ডিনারে গেলেন অলবেলা অশোক । ভাবছেন কারা এরা ? এরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাও । 'দা হোয়াইট টাইগার'-এর শুটিং চলাকালীন পরদার পিছনে কী চলছিল, তার ঝলক শেয়ার করলেন অভিনেতা ।

রাজকুমারের শেয়ার করা ভিডিয়োতে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁকে তুমুল খুনসুটি করতে দেখা যাচ্ছে । রাজকুমার প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করছেন, "কোন ফ্লেভারের হজমোলা তুমি সবচেয়ে বেশি পছন্দ কর ?"

প্রিয়াঙ্কাও হেসে তার জবাব দিচ্ছেন । তারপর রাজকুমার তাঁকে প্রশ্ন করছেন, "তুমি কি পান পছন্দ করো ?" জবাবে অভিনেত্রী বলছেন, "আমি পানের থেকে বেশি করে পানপসন্দ পছন্দ করি ।"

দু'জনের মজা আর খুনসুটিতে নেটিজেনরাও হেসে ফেলেছেন । 'দা হোয়াইট টাইগার'-এর 'বিহাইন্ড দা সিন' বেশ পছন্দ হয়েছে তাঁদের । আপনারাও দেখে নিন...

Last Updated : Jan 19, 2021, 1:11 PM IST

For All Latest Updates

TAGGED:

rajkumar

ABOUT THE AUTHOR

...view details