মুম্বই : চুলবুলি পিঙ্কির সঙ্গে ডিনারে গেলেন অলবেলা অশোক । ভাবছেন কারা এরা ? এরা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও রাজকুমার রাও । 'দা হোয়াইট টাইগার'-এর শুটিং চলাকালীন পরদার পিছনে কী চলছিল, তার ঝলক শেয়ার করলেন অভিনেতা ।
রাজকুমারের শেয়ার করা ভিডিয়োতে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁকে তুমুল খুনসুটি করতে দেখা যাচ্ছে । রাজকুমার প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করছেন, "কোন ফ্লেভারের হজমোলা তুমি সবচেয়ে বেশি পছন্দ কর ?"