পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কনফিউজ়ড রাজকুমার ! - রাজকুমার রাওয়ের খবর

কোনটা ছেড়ে কোনটা করবেন ? এত কাজের অপশন যে, রাজকুমার রাও বুঝেই উঠতে পারছেন না যে, তিনি কী করবেন বাড়ি বসে ।

Rajkumar rao is confused
Rajkumar rao is confused

By

Published : Jul 9, 2020, 1:34 PM IST

মুম্বই : লকডাউনে বাড়িতে থাকতে থাকতে অনেকেই বোর হয়ে গেছেন । করার মতো কাজ খুঁজে পাচ্ছেন না । কিন্তু, রাজকুমার রাওয়ের সমস্যাটা আবার একেবারে উলটো । তাঁর কাছে কাজের এত অপশন যে, তিনি বুঝে উঠতে পারছেন না যে কোনটা ছেড়ে কোনটা করবেন ।

কখনও মনে হচ্ছে সিরিজ় দেখবেন, তো কখনও সিনেমা, কখনও মনে হচ্ছে ওয়ার্কআউট করবেন তো কখনও বই পড়ার ইচ্ছে হচ্ছে ।

হ্যাঁ, বাড়ি বসে রাজকুমার রাওয়ের এমনই অবস্থা । দু'টো ছবি শেয়ার করেছেন তিনি সোশাল মিডিয়ায় । একটিতে কনফিউজ়ড মুখে আর একটিতে হাসি মুখে ...

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "মনের অবস্থা । আমি কি একটা সিরিজ় দেখব না ফিল্ম ? ওয়ার্কআউট করব না বই পড়ব ? নাকি অনলাইনে মাস্টারক্লাস কর ? হয়তো আমি এই সবগুলোই করতে পারি.."

সমাধান পেয়ে গেছেন রাজকুমার । দেখে নিন তাঁর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details