পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Badhaai Do trailer Release : প্রকাশ পেল রাজকুমার-ভূমির নতুন ছবি 'বধাই দো'-র ট্রেলার

অবশেষে সামনে এল রাজকুমার রাও এবং ভূমি পেডনেকরের নতুন ছবি 'বধাই দো'-র ট্রেলার (Badhaai Do trailer has been Released) ৷ ছবির পরিচালনায় রয়েছেন হর্ষবর্ধন কুলকার্নি ৷

rajkumar and bhumis new film badhai do trailer is out
প্রকাশ পেল রাজকুমার-ভূমির নতুন ছবি 'বধাই দো'-র ট্রেলার

By

Published : Jan 25, 2022, 1:56 PM IST

মুম্বই, 25 জানুয়ারি: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে সামনে এল হর্ষবর্ধন কুলকার্নির নতুন ছবি 'বধাই দো'-র ট্রেলার (Badhaai Do trailer has been Released) ৷ ছবির মুখ্য দুই চরিত্র রাজকুমার রাও এবং ভূমি পেডনেকর ৷ 'বধাই দো' হলে মুক্তি পেতে চলেছে 11 ফেব্রুয়ারি ৷ সোমবারই রাজকুমার এবং ভূমি জানিয়েছিলেন, তাঁরা এবার 'বধাই দো'-র সিক্রেট সকলের সঙ্গে শেয়ার করতে চলেছেন, আর এবার সামনে এল ছবির ট্রেলার ৷ হিন্দি সিনেমার চেনাছকের চরিত্রে খুব একটা দেখা যায় না রাজকুমারকে ৷ তাঁর চরিত্র উঠে আসে অনেক বেশি মাটির গন্ধ ৷ সে 'দম লাগাকে হেঁইসা'-ই হোক বা 'নিউটন' চরিত্রকে রক্তমাংসের বাস্তব রূপে দিতে রাজকুমারের জুড়ি মেলা ভার ৷

এবার 'বধাই দো ' ছবিতে রাজকুমারের চরিত্রের নাম শার্দুল, অন্যদিকে ভূমির অভিনীত চরিত্রের নাম সুমি ৷ সুমি একজন পিটি টিচার ৷ অন্যদিকে রাজকুমার একজন পুলিশ অফিসার ৷ শার্দুল-সুমির বিয়ে হয় ঠিকই তবে তাকে বলা যেতে পারে চুক্তি বিবাহ ৷ কারণ ছবিতে সুমির একজন গার্লফ্রেন্ড রয়েছে ৷ কিন্তু নিজের এই রহস্য পরিবারের কাছে বলতে পারছিল না সুমি ৷ এদিকে পরিবারের তরফে ক্রমাগত বিয়ের চাপ ৷ শার্দুল রাজি হওয়ার পর এই সমস্যা মেটে ঠিকই, কিন্তু সমস্যা তৈরি হয় অন্যত্র ৷ কারণ পরিবার পরিজন এবারে নাতি-নাতনীর মুখ দেখার জন্য চাপ দিতে শুরু করেন ৷ সমকামিতার গল্পকে একেবারে অন্য়ছাঁচে হাসি আর নাটকের আঙ্গিকে ধরে এই গল্প ৷

আরও পড়ুন: দক্ষিণী ছবির সাফল্যের কারণ দর্শালেন কঙ্গনা, দিলেন সাবধানবাণীও

ট্রেলারটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করে রাজকুমার লিখেছেন, "এটা সেরকম একটা ছবি যা আমাদের যাত্রার একটা অংশ, যা এমনভাবে হৃদয়কে ছুঁয়ে গেছে যে, বলে বোঝানো যায় না ৷ কিছু যাত্রা থাকে যা আজীবন মনে রাখতে হয় ৷ " ছবির ট্রেলার যে উৎসাহ আরও বাড়িয়ে দেয় পুরো গল্পটি জানার এনিয়ে কোন সন্দেহ নেই ৷ দেখা যাক এবার নতুন কি চমক দেন রাজকুমার এবং ভূমি ৷

ABOUT THE AUTHOR

...view details