মুম্বই : ভালোবাসায় বা অধিকারবোধে কখনই থাপ্পড়ের কোনও জায়গা নেই । কোনও সম্মানজনক সম্পর্কে কোনও পরিস্থিতিতেই কেউ কাউকে চড় মারতে পারে না । অনুভব সিনহা পরিচালিত 'থাপ্পড়' সেই বার্তাই দেওয়ার চেষ্টা করেছে এই পিতৃতান্ত্রিক সমাজকে । তবে শুধুমাত্র সিনেমার মাধ্যমে নয়, এবার সমাজেও প্রত্যক্ষভাবে প্রভাব ফেলতে চলেছে 'থাপ্পড়' । কীভাবে ?
রাজস্থান পুলিশ ডিপার্টমেন্ট এই ছবি দ্বারা অনুপ্রাণিত হয়ে মহিলাদের জন্য হেল্পলাইন নম্বর শেয়ার করল । নিজেদের টুইটার অ্যাকাউন্টে সেই খবর শেয়ার করেছে ডিপার্টমেন্ট । ক্য়াপশনে লেখা, "থাপ্পড় একটা গার্হস্থ্য হিংসা ! থাপ্পড় একটা মানসিক যন্ত্রণা !"