মুম্বই : 1966 সালের ছবি 'তিসরি কসম'। বাসু ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে রাজ কাপুরের বিপরীতে ওয়াহিদা রহমনকে দেখা গেছিল। সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পায় 'তিসরি কসম'। কিন্তু, এই ছবির জন্য রাজ কাপুর কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জানেন? জানালেন অনু কাপুর।
তিনি বলেন, "রাজ কাপুরজী এই ছবিতে অভিনয় করার জন্য এক টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। আর সেই ছবিই ওই দশকের ব্লকবাস্টার হয়ে ওঠে।"