মুম্বই : সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের মেয়ে....এই সমস্ত পরিচয়গুলো কোনওদিনও রাইমার পিছু ছাড়েনি । তবে স্টারকিড হওয়ার জন্য কি কোনও সুবিধা পেয়েছেন রাইমা ? স্টারকিডদের জার্নিটা কি এতটাই সহজ ? এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন অভিনেত্রী ।
রাইমা বলেন, স্টারকিডদের জার্নিটা যদি এতটাই সহজ হত তাহলে তো আমি এতদিনে টপ অভিনেত্রী হয়ে উঠতাম । তুমি কে বা তুমি কোথা থেকে আসছ সেটা ম্যাটার করে না, প্রত্যেককে নিজের ভাগের স্ট্রাগলটা করতেই হয়, মনে করেন রাইমা ।