পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাহুল রায়, চলবে স্পিচ থেরাপি

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাহুল রায় । গতকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি । এবার তাঁর স্পিচ থেরাপি শুরু করা হবে বলে জানিয়েছেন পরিচালক নীতীন কুমার গুপ্ত ।

asd
asd

By

Published : Dec 9, 2020, 1:53 PM IST

মুম্বই : শুটিং চলাকালীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাহুল রায় । কার্গিলে পরবর্তী ছবি 'এলএসি : লাইভ দা ব্যাটেল'-এর শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন তিনি । তাঁকে ভরতি করা হয়েছিল মুম্বইয়ের নানাবতী হাসপাতালে । সম্প্রতি তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

পরিচালক নীতীন কুমার গুপ্তর পরবর্তী ছবি 'এলএসি : লাইভ দা ব্যাটেল'-এর শুটিংয়ের জন্য কার্গিলে গিয়েছিলেন রাহুল । খারাপ আবহাওয়া থাকার ফলে সেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন । পাশাপাশি 26 নভেম্বর সেটের মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাহুল । তারপর তাঁকে দ্রুত কার্গিল থেকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয় । এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে । এতদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি । সম্প্রতি শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

রাহুলকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা নিশ্চিত করেছেন নীতীন নিজেই । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "সোমবারই রাহুলকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল । কিন্তু, হাসপাতালের কাগজপত্রের কিছু কাজ বাকি থাকায় অনেকটা দেরি হয়ে যায় । তাই সোমবারের পরিবর্তে গতকাল তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান তাঁর বোন । এবার রাহুলের স্পিচ থেরাপি শুরু করা হবে । ব্রেন স্ট্রোকের পর তিনি যাতে ঠিক করে কথা বলতে পারেন তার জন্যই এই থেরাপি করা হবে ।"

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন রাহুল । সেখানে বোনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে । আর প্রার্থনা ও ভালোবাসার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানান তাঁর বোন ।

ABOUT THE AUTHOR

...view details