চণ্ডীগড় : একটি ছবির শুটিংয়ে চণ্ডীগড়ে রয়েছেন রাহুল। সেখানে একটি বিলাসবহুল হোটেলে উঠেছেন তিনি। জিমে কসরৎ করার পর রাহুল দু'টো কলা অর্ডার করেন হোটেলে। কলা আসে ঠিকই, তবে সঙ্গে আসা বিল দেখে চমকে যান রাহুল। কারণ সেই বিলে কলার দাম হিসেবে লেখা ছিল ৪৪২.৫০ টাকা।
টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাহুল। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, "এটা বিশ্বাস করতে আপনাকে চাক্ষুস দেখতে হবে। কে বলেছে ফল আপনার অস্তিত্ব রক্ষার জন্য ক্ষতিকর নয়? JW ম্যারিয়টের অসাধারণ মানুষগুলোকে একবার জিজ্ঞাসা করে নিন।"