পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

৪৪২.৫০ টাকা, দু'টো কলার দাম দেখে চমকালেন রাহুল... - রাহুল কলার দাম

বিলাসবহুল হোটেল, চকচক করছে চারিদিক। সাজানো টেবিলে রাখা দু'টো কলা। কে জানত এই কলার দাম দেখে চমকে যেতে হবে অভিনেতা রাহুল বসুকে?

রাহুল বসু

By

Published : Jul 24, 2019, 6:36 PM IST

Updated : Jul 24, 2019, 8:04 PM IST

চণ্ডীগড় : একটি ছবির শুটিংয়ে চণ্ডীগড়ে রয়েছেন রাহুল। সেখানে একটি বিলাসবহুল হোটেলে উঠেছেন তিনি। জিমে কসরৎ করার পর রাহুল দু'টো কলা অর্ডার করেন হোটেলে। কলা আসে ঠিকই, তবে সঙ্গে আসা বিল দেখে চমকে যান রাহুল। কারণ সেই বিলে কলার দাম হিসেবে লেখা ছিল ৪৪২.৫০ টাকা।

টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাহুল। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, "এটা বিশ্বাস করতে আপনাকে চাক্ষুস দেখতে হবে। কে বলেছে ফল আপনার অস্তিত্ব রক্ষার জন্য ক্ষতিকর নয়? JW ম্যারিয়টের অসাধারণ মানুষগুলোকে একবার জিজ্ঞাসা করে নিন।"

ভিডিয়োটি মুহূর্তে ভাইরাল হয় সোশাল মিডিয়াতে। কোনও ব্যবহারকারী ভিডিয়োটিতে কমেন্ট করেছেন, "সোনার জল করা কলা" তো আবার কেউ লিখেছেন, "সেলেব্রিটিদের জন্য় সোনা মেশানো কলা...দাম ৪৪২.৫০ টাকা।"

দেখে নিন রাহুলের সেই ভিডিয়ো...

Last Updated : Jul 24, 2019, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details