মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ রাধিকা মদন । ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি শেয়ার করেন অভিনেত্রী । এবার তিনি শেয়ার করলেন তাঁর একটি স্টিল ছবি ।
ঝকঝকে স্কিন, টানটান করে বাঁধা চুল, দৃঢ় চাহনি সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাসী লাগছে রাধিকাকে । আর হবেন নাই বা কেন ? তিনি তো তাঁর সঠিক প্রোফাইল খুঁজে পেয়ে গেছেন ।