মুম্বই : বলিউডে ক্যারিয়ার তৈরির আগে অনেক স্বপ্নই দেখেছিলেন রাধিকা মদন । মায়ানগরীতে খুব সহজে ও স্মুথভাবে ক্যারিয়ার তৈরি হয়ে যাবে ভেবেছিলেন তিনি । তবে স্বপ্ন ভাঙে কিছুদিনের মধ্যেই, যখন প্রথম শুটে গর্ভনিরোধক বড়ি কিনতে হয় রাধিকাকে । সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে এমনটাই বললেন অভিনেত্রী ।
সময়টা মনে করলেই কেঁপে ওঠেন রাধিকা । একে তো গর্ভনিরোধক বড়ি কেনার শক, উপরন্তু সেই সময়েই তাঁকে সারপ্রাইজ় দিতে দিল্লি থেকে বাবা-মাও আসেন মুম্বইতে । রাধিকা পুরো বিষয়টা তাঁদের জানান । প্রতিক্রিয়া যে খুব একটা মধুর হবে না, সেটাই প্রত্যাশিত ছিল অভিনেত্রীর কাছে ।
হলও তাই । রাধিকা বলেন যে, কথাটা শুনে তাঁর বাবা খুব অস্বস্তিতে পড়ে যান । লোকজনকে তিনি কীভাবে জানাবেন মেয়ের এই শুটের কথা ? ভেবে চিন্তিত হয়ে পড়েন রাধিকার বাবা । এখন যদিও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কারণ রাধিকা পেরিয়ে এসেছেন সেই ফেজ়টা ।