মুম্বই : রিয়া চক্রবর্তীকে প্রতি মুহূর্তে যে মিডিয়া ট্রায়ালের মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে বেশ কয়েকজন সেলেব্রিটি সোশাল মিডিয়ায় সরব হয়েছেন । মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সুশান্তকে মারার অভিযোগে নয়...এই সাধারণ কথাটা কেউ বুঝতে চাইছেন না । তারা রিয়ার গ্রেপ্তার হওয়াটাকেই সুশান্তের 'জাস্টিস' হিসেবে ধরে নিয়েছেন । রাধিকা মদন কয়েকটি টেক্সট শেয়ার করে ব্যাপারটিকে পরিষ্কার করার চেষ্টা করলেন সোশাল মিডিয়ায় ।
কী লিখেছেন রাধিকা ? তিনি লিখেছেন, "আমরা যখন রিয়াকে নিয়ে কথা বলি,"
- তার মানেই আমরা সুশান্তকে অবজ্ঞা করছি না
- তার মানেই আমরা সুশান্তের ন্যায় পাওয়ার অধিকারকে ছোটো করছি না
- তার মানেই আমরা রিয়াকে নিয়ে তদন্ত করতে নিষেধ করছি না