দিল্লি : ডোমেস্টিক ফ্লাইট পরিষেবা চালু হওয়ার পরই মুম্বই থেকে দিল্লি নিজের বাড়ি যান রাধিকা মদন । আর সেখানে গিয়েই সেল্ফ কোয়ারানটিনে চলে যান অভিনেত্রী । 14 দিন পর অবশেষে মায়ের সঙ্গে দেখা হল রাধিকার ।
মায়কে জড়িয়ে দু'টো ছবি শেয়ার করেছেন রাধিকা । মা-মেয়ে বেজায় খুশি একে অপরকে পেয়ে ।