মুম্বই : এতদিন মুম্বইয়ের বাড়িতেই আটকে ছিলেন রাধিকা মদন । লকডাউনে দিল্লি নিবাসী পরিবারের থেকে অনেক দূরে ছিলেন অভিনেত্রী । ডোমেস্টিক ফ্লাইট পরিষেবা চালু হওয়ার পরই তাই দিল্লি পাড়ি দিলেন রাধিকা ।
ইনস্টাগ্রামে এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করেছেন তিনি । সেই ছবিতে মাস্ক, গ্লাফ, মুখের শিল্ড পরে রয়েছেন রাধিকা । মুখে সেই অমলিন হাসি । বাড়ি ফেরার আনন্দ আর ধরে রাখতে পারছেন না যেন তিনি !