পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফ্লাইট পরিষেবা চালু হতেই বাড়ি ফিরলেন রাধিকা - রাধিকা মদনের খবর

লকডাউনের ঠিক দু'মাসের মাথায় শুরু হয়েছে আন্তঃরাজ্য় ফ্লাইট পরিষেবা । আর শুরু হতেই হোমটাউন দিল্লি পৌঁছলেন রাধিকা মদন ।

radhika madan goes delhi
radhika madan goes delhi

By

Published : May 26, 2020, 9:29 PM IST

মুম্বই : এতদিন মুম্বইয়ের বাড়িতেই আটকে ছিলেন রাধিকা মদন । লকডাউনে দিল্লি নিবাসী পরিবারের থেকে অনেক দূরে ছিলেন অভিনেত্রী । ডোমেস্টিক ফ্লাইট পরিষেবা চালু হওয়ার পরই তাই দিল্লি পাড়ি দিলেন রাধিকা ।

ইনস্টাগ্রামে এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করেছেন তিনি । সেই ছবিতে মাস্ক, গ্লাফ, মুখের শিল্ড পরে রয়েছেন রাধিকা । মুখে সেই অমলিন হাসি । বাড়ি ফেরার আনন্দ আর ধরে রাখতে পারছেন না যেন তিনি !

ক্যাপশনেও সেই আনন্দের বহিঃপ্রকাশ দেখা গেল । অভিনেত্রী লিখেছেন, "মা, আমি আসছি..." ফিল্মি স্টাইলে লেখা সেই ক্যাপশনে হ্যাশট্যাগের ছড়াছড়ি । দেখে নিন পোস্ট..

রাধিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'আংরেজ়ি মিডিয়াম' । ইরফান খানের শেষ ছবিতে অভিনেতার সঙ্গে প্রথমবার কাজ রাধিকার । সেটা একদিকে আনন্দের ও অন্যদিকে দুঃখেরও কারণ রাধিকার জন্য ।

ABOUT THE AUTHOR

...view details