মুম্বই : রাধিকা আপ্তে, বলিউডের এমন এক নাম যাঁকে চোখ বুজে ভরসা করা যায় যে কোনও চরিত্রের জন্য। বোল্ড চরিত্র হোক বা নমনীয়, সিরিয়াস চরিত্র হোক বা কমেডি চরিত্র সমস্ত জঁরেই 'মাহির' রাধিকা। তাই এবার একটু অন্য ভূমিকায় নিজেকে দেখতে চাইলেন তিনি। অভিনেত্রী থেকে পরিচালক হওয়ার পথে তিনি।
'স্লিপওয়াকার' নামে একটি 30 মিনিটের শর্টফিল্ম পরিচালনা করেছেন রাধিকা। ছবিতে অভিনয় করছেন, গুলশন দেবাইয়া ও শাহানা গোস্বামী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রাধিকা বলেছেন, "হঠাৎ করেই পুরো ব্যাপারটা হয়ে যায়। আমি একটা ছোটোগল্প লিখতে চেষ্টা করছিলাম। আর ললিত, হানি, অভিষেক তখনও ছবিটা প্রযোজনা করার কথা বলে।"