মুম্বই : ছিলেন কাস্টিং ডিরেক্টর, হয়েছেন পরিচালক । 'রাত আকেলি হ্যায়' পরিচালনা করে পরিচিতি পেয়েছেন হানি তেহরান । সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই ছবি বেশ প্রশংসাও পেয়েছে দর্শকের কাছে । তবে হঠাৎই ছন্দপতন । কোরোনায় আক্রান্ত হানি ।
41 বছর বয়সী এই ফিল্মমেকার টুইটারে নিজেই জানিয়েছেন এই খবর । লিখেছেন, "আজ আমার কোভিড পজ়িটিভ রিপোর্ট এসেছে । BMC এবং অন্যান্য অথোরিটিকে এই কথা জানিয়েছি আমি । খুব তাড়াতাড়ি আমার পরিবারের বাকি সদস্যদেরও পরীক্ষা করা হবে ।"