পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রাশিয়ায় মুক্তি পাচ্ছে '২২ ইয়ার্ডস', হলের সংখ্যা শুনলে চমকে যাবেন - চৈতি ঘোষাল

বরুণ সবতি, চৈতি ঘোষাল এবং অমর্ত্য রায় অভিনীত ও মিতালী ঘোষাল পরিচালিত হিন্দি ছবি '২২ ইয়ার্ডস' মুক্তি পাচ্ছে রাশিয়ায়। কটি সিনেমা হলে জানেন?

২২ ইয়ার্ডস

By

Published : Jun 6, 2019, 7:14 PM IST

কলকাতা : একটা নয়, দুটো নয়, রাশিয়ায় ১২০টি হলে মুক্তি পাচ্ছে '২২ ইয়ার্ডস'। বিদেশের মাটিতে ভারতীয় চলচ্চিত্রের এই রকম অভ্য়র্থনায় উচ্ছ্বসিত ছবির কলাকুশলী।


ক্রিকেট জগতের অন্দরের কাহিনীকে সেলুলয়েডের পরদায় তুলে ধরেছেন পরিচালক মিতালী ঘোষাল। ছবিতে এক ক্রিকেট এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন বরুণ সবতি। অন্যদিকে এক উদীয়মান ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে চৈতি ঘোষালের একমাত্র পুত্র অমর্ত্য রায়কে। এটাই ছিল অমর্ত্যর জীবনের প্রথম হিন্দি ছবি। ছবিতে অভিনয় করেছেন চৈতি ঘোষালও। তবে মায়ের চরিত্রে নয়। চৈতিকে এখানে দেখা গিয়েছে অমর্ত্যর দিদির চরিত্রে।

ছবির পোস্টার
এই দেশে মুক্তির পর বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল '২২ ইয়ার্ডস'। ছবির অন্যতম চমক ছিলেন হিন্দি টেলিজগতের পরিচিত মুখ বরুণ সবতি। এবার ছবিটি সাড়া ফেলতে চলেছে রাশিয়ায়।

ABOUT THE AUTHOR

...view details