মুম্বই : শাহরুখের মেয়ে হোক বা অক্ষয়ের ছেলে কিংবা অমিতাভের নাতি বা শচীনের মেয়ে, সেলেব্রিটিরা সোশাল মিডিয়ার মাধ্যমে নিজের ছেলেমেয়েদের অ্যাচিভমেন্টের কথা প্রকাশ্যে আনেন। এবার সেই তালিকায় জুড়ল দক্ষিণী অভিনেতা আর.মাধবনের নাম।
সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত একটি প্রতিযোগিতায় তিনটে সোনার পদক আর একটি রুপোর পদক পেয়েছে বেদান্ত। এই প্রথম জাতীয় স্তরে ইন্ডিভিজুয়াল মেডেল পেল সে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ও গর্বিত বাবা ম্যাডি।