মুম্বই : তামিল ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ আর. মাধবন । তাঁর অভিনয় দক্ষতা আজ প্রশ্নাতীত । কিন্তু, নিজের নাচের ক্ষমতা নিয়ে একটু অস্বস্তিতে মাধবন । কারণ, সেটা একেবারেই পারেন না তিনি ।
সম্প্রতি এক টুইটার ইউজ়ার মাধবন অভিনীত একটি ফিল্মের নাচের দৃশ্য শেয়ার করেছেন নিজের অ্যাকাউন্টে । তিনি লিখেছেন, "এই কিউট গানটা আজ আবার দেখলাম । আপনাকে বিয়ে করার অনুমতি পেতে পারি ?"