পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার কৃতিকে রান্না করতে বললেন পুলকিত - pulkit bake bread

লকডাউনে কৃতির জন্য প্রায় রোজই কোনও না কোনও রান্না করছেন পুলকিত । সেই ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় । কিন্তু, এবার আর রান্না করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলকিত । পরিবর্তে কৃতিকে রান্না করতে বললেন তিনি ।

dfg
dfg

By

Published : May 11, 2020, 8:12 AM IST

মুম্বই : লকডাউনের মধ্যে নিজের রান্নার হাতটা বেশ পাকিয়ে নিচ্ছেন অভিনেতা পুলকিত সম্রাট । রোজই কোনও না কোনও রান্না করতে দেখা যাচ্ছে তাঁকে । আর সেগুলি চেটেপুটে খাচ্ছেন তাঁর গার্লফ্রেন্ড কৃতি খারবান্দা । তবে এখন আর রান্না করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলকিত । তাই এবার কৃতিকে রান্না করতে বলেন তিনি ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । বন্ধ শুটিং । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । হাতে কোনও কাজ না থাকায় এখন বাড়ির কাজে মন দিয়েছেন তাঁরা । কেউ বাসন মাজছেন, কেউ ঘর পরিষ্কার করছেন । আবার কেউ জমিয়ে রান্না করছেন । এই তালিকায় রয়েছেন পুলকিতও । লকডাউনের মধ্যে প্রায় প্রতিদিনই নিত্য নতুন পদ রান্না করছেন তিনি । আর সেগুলি মনের আনন্দে খাচ্ছেন কৃতি । তাই পুলকিত হলেন তাঁর 'ব্যক্তিগত শেফ'।

সম্প্রতি ব্রেড বানিয়েছিলেন পুলকিত । তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কৃতি । ছবির ক্যাপশনে লেখেন, "আমার ব্যক্তিগত শেফ পুলকিত সম্রাটের তৈরি করা সব ব্রেড খেয়ে নিয়েছি । এবার দ্বিতীয় রাউন্ডের জন্য তৈরি তো পুলকিত ?"

ছবির কমেন্টে পালটা পুলকিত লেখেন, "এবার তোমার পালা । এবার তুমি গিয়ে রান্না করো ।"

এখন সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় কৃতি । প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করছেন তিনি । কিছুদিন আগে পোল ডান্সের একটা পুরোনো ভিডিয়ো শেয়ার করেন । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "বাড়িতে পোল না লাগিয়ে খুব ভুল করেছি । লকডাউন শেষ হলে আগে বাড়িতে পোল লাগাব ।"

কাজের দিক থেকে শেষবার অনীস বাজ়মীর 'পাগলপন্তি' ছবিতে পুলকিতের সঙ্গে কাজ করেছিলেন কৃতি । এরপর বিজয় নাম্বিয়ার 'তইশ' ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে তাঁদের ।

ABOUT THE AUTHOR

...view details