পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিমান পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় পুলকিত - pulkit is waiting for flights

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন পুলকিত । সেখানে রানওয়ের মধ্যে শুয়ে থাকতে দেখা গিয়েছে পুলকিতকে । তাঁর আশপাশে রয়েছেন একাধিক ডান্সার । আর ব্যাকগ্রাউন্ডে একটি বিমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে । আসলে এটি কোনও সিনেমার গানের দৃশ্য ।

df
gfh

By

Published : May 19, 2020, 7:41 AM IST

মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । আর এই পরিস্থিতির মধ্যে বন্ধ রয়েছে বিমান পরিষেবাও । তার জন্য আরও মন খারাপ পুলকিত সম্রাটের । তিনি চান পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক আর বিমান পরিষেবাও তাড়াতাড়ি চালু হয়ে যাক ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন পুলকিত । সেখানে রানওয়ের মধ্যে শুয়ে থাকতে দেখা গিয়েছে পুলকিতকে । তাঁর আশপাশে রয়েছেন একাধিক ডান্সার । আর ব্যাকগ্রাউন্ডে একটি বিমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে । আসলে এটি কোনও সিনেমার গানের দৃশ্য । আর এই ছবি পোস্ট করেই নিজের মনের ভাব প্রকাশ করেছেন পুলকিত ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "বিমান পরিষেবা চালু হওয়ার অপেক্ষায় রয়েছি । #লকডাউন2020"।

পুলকিতের আপকামিং ছবি 'তইশ'। কয়েকদিন আগে ওই সিনেমার সেটের মধ্যে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন পুলকিত । যেখানে ফোন হাতে নিয়ে একটি চেয়ারের উপর বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে লেখেন, "সেটকে খুব মিস করছি"।

এই ছবিতে পুলকিত ছাড়াও থাকবেন কৃতি খারবান্দা, অমিত সাদ, জিম সরভ, সৌরভ সচদেবা ও সালোনি বাত্রা । এর আগে কৃতির খারবান্দার সঙ্গে 'পাগলপন্তি' ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন পুলকিত ।

ABOUT THE AUTHOR

...view details