পশ্চিমবঙ্গ

west bengal

Public review : সংলাপ থেকে অভিনয়, 'ষাঁণ্ড কি আঁখ' মুগ্ধ করল দর্শককে

'তোমার দাদি'দের নিয়ে ছবি তৈরি করেছেন তুষার হিরানন্দানি। নাম 'ষাঁণ্ড কি আঁখ'। প্রযোজনায় অনুরাগ কাশ্যপ। কেমন হল ভূমি পেদনেকর ও তাপসী পান্নু অভিনীত সেই ছবি? কী বলছে দর্শক?

By

Published : Oct 25, 2019, 6:55 PM IST

Published : Oct 25, 2019, 6:55 PM IST

ETV Bharat / sitara

Public review : সংলাপ থেকে অভিনয়, 'ষাঁণ্ড কি আঁখ' মুগ্ধ করল দর্শককে

Saand Ki Aankh public review

মুম্বই : ষাট বছর পেরোনোর পর প্রকাশী তোমার ও চন্দ্র তোমার জানতে পারেন যে, বন্দুকবাজিতে তাদের কেউ হারাতে পারবে না। সংসারে মহিলাদের স্থান যে শুধুমাত্র সন্তান মানুষ করা বা রান্না করা নয়, তারা যে বন্দুকবাজিতে বলে বলে হারাতে পারে পুরুষদের, সারা পৃথিবীর কাছে এই ধারণা তৈরি করতে সাহায্য করে 'তোমার দাদি'।

প্রকাশী তোমারের চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু ও চন্দ্র তোমারের চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেদনেকর। ষাটোর্ধ্ব মেকআপে তাদের মানিয়েছে বেশ। সঙ্গে আবার অভিনয় করেছেন প্রকাশ ঝা, পবন চোপড়া, নিখত খান, বিনীত কুমার সিং, সাধ রন্ধাওয়া। দর্শকের মতে ছবির অন্যতম USP হল সংলাপ। প্রত্যেকেরই মতেই এই ছবি দেখতে দেখতে কেউ বোর হবেন না।

তবে শুধুমাত্র 'তোমার দাদি'-দের মধ্যেই সীমাবদ্ধ নেই এই ছবির গল্প। সমগ্র নারী প্রজাতির এম্পাওরমেন্টের গল্প বলবে 'ষাঁণ্ড কি আঁখ'। শুনে নিন দর্শকের বক্তব্য...

দেখে নিন পাবলিক রিভিউ

ABOUT THE AUTHOR

...view details