মুম্বই : 'রেশমি রকেট'-এর শুটিং শুরু করলেন প্রিয়াংশু পেনিউলি । এই ছবিতে তাপসী পান্নুর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । সেখানে তাপসীর অনস্ক্রিন স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে ।
ছবি সম্পর্কে প্রিয়াংশু বলেন, "এই প্রোজেক্টের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম । আমি মার্চে ছবির শুটিং শুরু করার জন্য প্রস্তুত ছিলাম । সব তৈরি ছিল । কিন্তু, কোরোনার জন্য আট মাস পিছিয়ে গেল । যাই হোক শুরু করলাম । তবে এই কয়েক মাসে ছবির গল্পকে আরও ভালো করে তুলেছি ।"
তিনি আরও বলেন, "যদিও ওয়ার্কশপগুলি সবই ভার্চুয়াল মাধ্যমে হয়েছে । তবে সবাই একে অপরের কাছে পরিচিত হয়ে উঠেছি । আমি মনে করি এখন আমরা আরও ভালো পারফরমেন্স দিতে পারব ।"
ছবিতে প্রিয়াংশুকে একজন সেনা আধিকারিকের চরিত্রে দেখা যাবে । তাঁর চরিত্র সম্পর্কে বলেন, "প্রতিটি বাচ্চা কোনও না কোনও সময়ে জওয়ান হতে চায় । আমারও দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল । আমার বাবা ছিলেন সেনাবাহিনীতে । তিনি আমার কাছে অনুপ্রেরণা ছিলেন । আমি তাঁর সব কিছু অনুকরণ করতে চেয়েছিলাম ।"
এই ছবিতে গুজরাতের একজন অ্যাথলিটের চরিত্রে দেখা যাবে তাপসীকে । আর সেই চরিত্রের জন্যই নিজেকে একটু একটু করে তৈরি করছেন তিনি । ছবিটি প্রযোজনা করছেন রনি স্ক্রুওয়ালা । পরিচালনা করছেন আকর্ষ খুরানা ।
এই ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল চলতি বছরের শুরুর দিকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে তা সম্ভব হয়নি । অবশেষে নভেম্বর থেকে শুরু হয়েছে শুটিং ।
সব ঠিক থাকলে আগামী বছর হলে মুক্তি পাবে ছবিটি ।