পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"লজ্জায় আমাদের মাথা নত হওয়া উচিত", বলরামপুরের ঘটনা প্রসঙ্গে প্রিয়াঙ্কা - Balrampur incident

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লেখেন, "আরও ভয়ানক খবর এল বলরামপুর থেকে । প্রতিটা ধর্ষণ শুধু একটা সংখ্যা নয় । একটা পরিবারকে এই ভয়ানক ঘটনাকে সঙ্গী করে বাঁচতে হবে । এই নৃশংস কাজগুলিকে সঙ্গী করেই আমাদের বাঁচতে হবে এবং লজ্জায় মাথা নত হওয়া উচিত যে আমরা আমাদের মহিলাদের রক্ষা করতে পারিনি ।"

sd
asd

By

Published : Oct 2, 2020, 3:44 PM IST

মুম্বই : হাথরস গণধর্ষণের ঘটনা নিয়ে আগেই রাগ ও বিরক্তি প্রকাশ করেছিলেন । এবার বলরামপুর গণধর্ষণের ঘটনা নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বললেন, "লজ্জায় আমাদের মাথা নত হওয়া উচিত ।"

ইনস্টাগ্রামে তিনি লেখেন, "আরও ভয়ানক খবর এল বলরামপুর থেকে । প্রতিটা ধর্ষণ শুধু একটা সংখ্যা নয় । একটা পরিবারকে এই ভয়ানক ঘটনাকে সঙ্গী করে বাঁচতে হবে । এই নৃশংস কাজগুলিকে সঙ্গী করেই আমাদের বাঁচতে হবে এবং লজ্জায় মাথা নত হওয়া উচিত যে আমরা আমাদের মহিলাদের রক্ষা করতে পারিনি ।"

প্রিয়াঙ্কার পোস্ট

এর আগে হাথরসের গণধর্ষণের ঘটনা নিয়ে একটি নোট লিখেছিলেন তিনি । লিখেছিলেন, "অসম্মান ও হেনস্থা, রাগ ও বিরক্তি, দুঃখ ও অসহায়তা, এই আবেগগুলি বারবার ঘুরেফিরে আসছে। অমানবিক, নৃশংস বলে ওরা চিৎকার করছে । কেন ? বারবার...অল্পবয়সিরা বারবার ধর্ষণের শিকার হচ্ছে ..আমরা কেঁদেই যাই, কেউ সেই চিৎকার শোনে না । কেন লজ্জা ? আইন কি বোবা হয়ে গিয়েছে ? আরও কত নির্ভয়া ? আর কত বছর ?"

হাথরসে যুবতিকে গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ । এরই মধ্যে সামনে আসে বলরামপুরের ঘটনা । এদিকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে বলরামপুর জেলা পুলিশের একাংশের বিরুদ্ধে । তবে ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তৎপর হয় প্রশাসন । নির্যাতিতার পরিবারকে সরকারের তরফে 6 লাখ 18 হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details