মুম্বই : প্রিয়াঙ্কা চোপড়া । ক্যারিয়ারের শুরুতে তাঁকে যেমনটা দেখতে ছিল এখন ঠিক তেমনটা নেই । কাটা-ছেঁড়া হয়েছে বেশ কিছু । ফের একবার লুক বদলালেন প্রিয়াঙ্কা । না, এবার আর প্লাস্টিক সার্জারি নয়...হেয়ারস্টাইল বদলে ফেললেন অভিনেত্রী ।
চুলের কায়দা বদলে অনেকটাই পালটে গেছে প্রিয়াঙ্কার লুক । এক ধাক্কায় যেন অনেকটা বয়স কমে গেছে অভিনেত্রীর ।
ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, "নিউ হেয়ার, ডোন্ট কেয়ার..."
প্রিয়াঙ্কার এই নতুন হেয়ারস্টাই তাঁর সহকর্মীদেরও বেশ পছন্দ হয়েছে । তাঁর অনুরাগীরাও সাদরে গ্রহণ করেছেন নতুন প্রিয়াঙ্কাকে ।
আপাতত নিজের জীবনী 'আনফিনিশড' নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা । খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে বইটি । এছাড়াও ডিজিটাল দুনিয়ায় পা দিতে চলেছেন অভিনেত্রী । রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর 'দ্য হোয়াইট টাইগার' মুক্তি পাবে অবিলম্বে ।