পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পাঁচতারা হোটেলের খাবারে পোকা, ভিডিয়ো পোস্ট প্রিয়াঙ্কার বোন মীরা চোপড়ার - প্রিয়াঙ্কা চোপড়া

হ্যাশব্রাউন, অমলেট, বার্নড টমেটোর ঠিক মধ্যিখানে চলা ফেরা করে বেড়াচ্ছে ছোট্ট সাদা পোকা বা ম্যাগট। তাও আবার এক পাঁচতারা হোটেলের ব্রেকফাস্ট প্যালেটে। ভিডিয়ো শেয়ার করলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া।

মীরা চোপড়া ৫ স্টার হোটেল

By

Published : Aug 27, 2019, 12:32 PM IST

মুম্বই : আমেদাবাদের এক পাঁচতারা হোটেলে গেছিলেন মীরা চোপড়া। ব্রেকফাস্ট করতে বসে তো চক্ষু চড়কগাছ! বিলাসবহুল হোটেলের বিলাসবহুল খাবারে পোকা? হ্যাঁ, মীরার শেয়ার করা ভিডিয়োয় দেখা গেল এই দৃশ্যই।

নিজের ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করে মীরা লিখেছেন, "আমেদাবাদের ডাবলট্রি হোটেলে রয়েছি। আর খাবারে পেলাম ম্যাগট। এইসব হোটেলে থাকার জন্য তুমি একটা বিশাল অঙ্কের টাকা খরচ কর আর ওরা তোমায় ম্যাগট খাওয়ায়। এখন কোথায় গেল স্বাস্থ্য সুরক্ষার নিয়মবিধি?"

কিছুদিন আগে রাহুল বোসের তৎপরতায় চণ্ডীগড়ের একটি পাঁচতারা হোটেলকে শো-কজ় করা হয়। সেখানে দু'টো কলার দাম নেওয়া হচ্ছিল 442.50 টাকা। আর এবার মীরার জন্য সামনে এল আর এক পাঁচতারা হোটেলের নগ্নতার ছবি। আশা করা যায়, সোশাল মিডিয়ার চাপে এই সমস্ত হোটেলের আনপ্রোফেশনাল আচরণ বন্ধ হবে তাড়াতাড়ি।

ABOUT THE AUTHOR

...view details