পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'আনফিনিশড' : খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে প্রিয়াঙ্কার আত্মজীবনী - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে অভিজ্ঞতার শেষ নেই । 38 বছরের ক্যারিয়ারে তিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নিজের জায়গা প্রতিষ্ঠা করেছেন । UNICEF-এর ব্র্যান্ড অ্যাম্বাসডর হয়ে উঠেছেন । এবার তাঁর জীবন একটি বইয়ের আকারে মুক্তি পাবে, নাম 'আনফিনিশড' ।

priyanka chopra biography
priyanka chopra biography

By

Published : Aug 11, 2020, 1:30 PM IST

মুম্বই : লকডাউনে নিজের সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । অবসর উপভোগ করার সঙ্গে নিজের বায়োগ্রাফির ম্যানুস্ক্রিপ্টও ফাইনাল করে ফেলেছেন । খুব ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে লেখা হবে প্রিয়াঙ্কার 'আনফিনিশড' ।

ছোটো ছোটো গল্পের আকারে লেখা থাকবে প্রিয়াঙ্কার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা । পেঙ্গুইন ব়্যান্ডম হাউজ় ইন্ডিয়া-প্রকাশনী থেকে মুক্তি পাবে বইটি ।

.

টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করে প্রিয়াঙ্কা লিখেছেন, "ফিনিশ হল 'আনফিনিশড' । ফাইনাল ম্যানুস্ক্রিপ্টটা সবেমাত্র শেষ হল । আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার তর সইছে না । আমার বায়োগ্রাফির প্রতিটা শব্দ আমার ব্যক্তিগত ভাবনা এবং উপলব্ধি থেকে এসেছে ।"

প্রিয়াঙ্কার জীবন সবসময়ই খুব বর্ণময় । ক্যারিয়ার হোক বা ব্যক্তিগত জীবন- সবকিছুতেই বেশ দৃষ্টি আকর্ষণ করেছেন অভিনেত্রী । কিন্তু, তাঁর স্ট্রাগলটাও মিথ্যে নয় । সেই জার্নির কথাও জানতে চান তাঁর অনুরাগীরা । এবার সেই পথ প্রশস্ত হল ।

শুভেচ্ছা রইল প্রিয়াঙ্কা চোপড়াকে ।

ABOUT THE AUTHOR

...view details