কয়েকদিন আগে ঈশিতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, "সার্জারি থেকে সুস্থ হয়ে উঠছি। খুবই যন্ত্রণাদায়ক ছিল, তবে আমি খুশি শেষ হয়েছে এটা।"
তবে শুধু এটুকুই না। ঈশিতা আর একটি পোস্ট করেছেন যেটা দেখে মনে হবে যে সিদ্ধার্থের সঙ্গে ভাঙন ধরেছে তাঁর সম্পর্কে। একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "নতুন শুরুকে অভিনন্দন। আর সুন্দর সমাপ্তির উদ্দেশ্যে একটু গুডবাই কিস।"