পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রিয়াঙ্কার নতুন লুক দেখেছেন ? - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

প্রিয়াঙ্কা চোপড়ার নতুন লুক দেখেছেন ? ছোটো চুল, ডার্ক লিপস, আঁটোসাঁটো পোশাকে একদম কর্পোরেট টাইকুন লাগছে তাঁকে । তবে এই লুক রিল লাইফের জন্য । সুপারহিরো ড্রামা 'উই ক্যান বি হিরোজ়'-এ প্রিয়াঙ্কাকে দেখা যাবে এই লুকেই ।

Priyanka Chopra in We can be heroes
Priyanka Chopra in We can be heroes

By

Published : Nov 13, 2020, 1:24 PM IST

মুম্বই : নতুন বছরে নতুন অবতারে প্রিয়াঙ্কা চোপড়া । সুপারহিরো ড্রামা 'উই ক্যান বি হিরোজ়'-এ প্রিয়াঙ্কাকে দেখা যাবে একদম নতুন লুকে । গ্ল্যামার আর ব্যক্তিত্বের মিশেলে তৈরি করা হয়েছে তাঁর সুপারন্যাচরাল লুক ।

রবার্ট রড্রিগেজ় পরিচালিত এই ফিল্মের কাস্টিং দেখলে চমকে উঠতে হয় । পেড্রো পাস্কাল, ক্রিশ্চিয়ান স্লেটার, বয়েড হলব্রুকের মতো তারকাদের সঙ্গে এখানে দেখা যাবে প্রিয়াঙ্কাকে । তাঁর হলিউড ক্যারিয়ারের অন্যতম বড় ব্রেক হতে চলেছে 'উই ক্যান বি হিরোজ়' ।

নতুন এই প্রজেক্ট নিয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা নিজেও । সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "ফাইনালি সামনে এল ! 'উই ক্যান বি হিরোজ়'-এর ফার্স্ট লুক প্রকাশ করলাম আপনাদের সামনে ।" 2021 সালের 1 জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ।

দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

দেখতে দেখতে এই ইন্ডাস্ট্রিতে 20 বছর পাড় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া । দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি ।

সম্প্রতি 16 বছর পূর্ণ করেছে প্রিয়াঙ্কার ক্যারিয়ারের এক ল্যান্ডমার্ক ছবি 'অ্যাতরাজ়' । সুপারস্টার হয়ে যাওয়ার পরেও তিনি তাঁর পুরোনো ছবিগুলোকে একইরকম স্পেশাল মনে করেন । বিশ্বাস করেন যে, সেই ছবিগুলো না থাকলে প্রিয়াঙ্কা আজ এই জায়গায় পৌঁছতে পারতেন না ।

ABOUT THE AUTHOR

...view details