পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

IMDb প্রকাশিত তালিকার শীর্ষে প্রিয়াঙ্কা - IMDB 2019 list of Indian stars

IMDb প্রকাশিত তালিকার প্রথম স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা । দ্বিতীয় স্থানে দিশা পাটানি ও ষষ্ঠ স্থানে রয়েছেন সলমান খান ।

gf
g

By

Published : Dec 5, 2019, 4:03 PM IST

মুম্বই : ভারতীয় সিনেমা ও টেলিভিশন সিরিজ়ের অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করল ইন্টারনেট মুভি ডেটাবেস (IMDb) । সেই তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । তালিকার ষষ্ঠ স্থানে সলমান খান ।

স্টারদের পেজভিউয়ের উপর ভিত্তি করে রেটিং দেয় IMDb । যে সব স্টারের পেজভিউ মাসে 200 মিলিয়নের বেশি আজ সেই রকম 10 জনের তালিকা প্রকাশ করেছে IMDb । তার মধ্য প্রথম স্থানেই রয়েছেন প্রিয়াঙ্কা । দ্বিতীয় স্থানে দিশা পাটানি । এরপর যথাক্রমে রয়েছেন, হৃত্বিক রোশন, কিয়ারা আদবানি, অক্ষয় কুমার, সলমান খান, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, রকুল প্রীত সিং ও সবিতা ধুলিপালা ।

IMDbPro-র প্রধান ম্যাট কুমিন বলেন, "গত কয়েক বছরে IMDb-তে ভারতীয় তারকাদের অনেক তথ্য দেওয়া হয়েছে । আর সেই কারণে গোটা বিশ্বের মানুষ তাঁদের সম্পর্কে জানার জন্য এই সাইটের মধ্যে ঢুকছেন । একজন অভিনেতা বা অভিনেত্রীর পেজভিউ কত তা ধরা পড়ে IMDbPro STAR মিটারে । সেই ভিত্তিতেই প্রকাশ করা তালিকা ।"

ABOUT THE AUTHOR

...view details