পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নীল শাড়িতে মোহময়ী প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

নীল শাড়িতে মোহময়ী প্রিয়াঙ্কা চোপড়া । পাশে ক্যাশুয়াল পোশাকে দাঁড়িয়ে নিক জোনাস । সোশাল মিডিয়ায় ভাইরাল ছবি ।

priyanka chopra with nick jonas
priyanka chopra with nick jonas

By

Published : Apr 26, 2020, 1:00 PM IST

নিউইয়র্ক : লকডাউনে বাড়িতে বন্দী সবাই । অস্থিরতা চারপাশে । তারই মধ্য়ে নিজেকে একটু সাজিয়ে তুললে মন ভালো হয়ে যায় । ঠিক সেটাই করলেন প্রিয়াঙ্কা চোপড়া । নীল শাড়িতে একটু মেজাজ বদল...

ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা । সঙ্গে নিক জোনাস । নীল শাড়িতে মোহময়ী লাগছে প্রিয়াঙ্কাকে । পাশে নিক আবার একেবারে ক্যাশুয়াল মোডে, সাদা টি-শার্টে ।

ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, "মনে হল একটা শাড়ি পরি । তাই পরে ফেললাম । সবাইকে মিস করছি ।..."

এর আগেও প্রিয়াঙ্কা স্বীকার করেছেন যে, প্রচণ্ড ব্য়স্ততার মধ্যে এই অখণ্ড অবসরে খুব অদ্ভুত লাগছে তাঁর । তবে একই সঙ্গে অভিনেত্রী সবাইকে বাড়িতে থাকার অনুরোধও জানিয়েছেন ।

কোরোনা মোকাবিলায় প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস বিশ্বজুড়ে একাধিক ফান্ডে সাহায্য তুলে দিয়েছেন । তাঁদের অবদান অনস্বীকার্য ।

ABOUT THE AUTHOR

...view details