পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনে নিকের সঙ্গে এতটা সময় কাটিয়ে কী উপলব্ধি প্রিয়াঙ্কার ? - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

লকডাউনে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটানোর পরও প্রিয়াঙ্কা চোপড়া বুঝতে পেরেছেন যে, তিনি নিকের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন । এটা উপলব্ধি করে দারুণ লেগেছে অভিনেত্রীর ।

priyanka chopra learns from nick jonas
priyanka chopra learns from nick jonas

By

Published : Oct 26, 2020, 10:47 AM IST

মুম্বই : লকডাউনে একে অপরের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাস । এতটা সময় একসঙ্গে কাটানোর পর অভিনেত্রীর উপলব্ধি যে, তিনি এখনও নিকের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন । কোনওরকম তিক্ততা আসনি তাঁদের মধ্যে ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রী বললেন, "এই কোয়ারানটিনে আমরা একে অপরের সঙ্গে যতটা সময় কাটিয়েছি, তার আগে কাটাইনি । আমাদের দু'জনকে এক করতে একটা প্যান্ডেমিক লেগে গেল । নতুন বাড়িতে আমরা অনেকটা সময় কাটালাম এখসঙ্গে ।"

সিনেমার সঙ্গে সঙ্গে নিজের আত্মজীবনীও লিখতে বসেছেন প্রিয়াঙ্কা চোপড়া । নাম, 'আনফিনিশড' অর্থাৎ অসমাপ্ত । এই ব্যাপারে অভিনেত্রী বললেন, "জীবনের অনেক কিছুই অসমাপ্ত রেখেছি । একইসঙ্গে অনেক কিছু করা বাকি আছে । তাই এই নাম ।"

.

অনেকগুলো নতুন প্রজেক্ট রয়েছে প্রিয়াঙ্কার ঝুলিতে । 'দ্য স্কাই ইজ় পিঙ্ক' ছবির পর একটা লম্বা বিরতি নিয়েছিলেন তিনি । তাঁর আগামী প্রজেক্ট 'দ্য হোয়াইট টাইগার' ।

ABOUT THE AUTHOR

...view details