পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রথম বিবাহবার্ষিকীতে সন্তানের ছবি সামনে এল নিক-প্রিয়াঙ্কার - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

প্রথম বিবাহবার্ষিকীতে সন্তান কোলে ছবি ভাইরাল হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের। তাহলে কি সবার আড়ালেই মা হলেন প্রিয়াঙ্কা?

Priyanka Chopra with her baby
Priyanka Chopra with her baby

By

Published : Dec 2, 2019, 10:10 PM IST

মুম্বই : সেলেব্রিটিদের জীবন নিয়ে সাধারণ মানুষ খুবই কৌতুহলী। তাই কখনও কখনও নিজেদের কল্পনা শক্তি খাটিয়ে তারা নিজেরাই তারকাদের নিয়ে বিভিন্ন খবর তৈরি করেন। কিছুদিন আগেই রণবীর-আলিয়ার বিয়ের ভুয়ো কার্ড ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। ঠিক সেভাবেই এবার সামনে এল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের সন্তানের ছবি।

সাদা কালো সেই ছবিতে প্রিয়াঙ্কার কোলে দেখা যাচ্ছে একটি বাচ্চাকে। পিছন থেকে সেই বাচ্চার কপালে ঠোঁট ঠেকিয়ে রয়েছেন নিক। ছবিটি সামনে আসার পরই ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। কিন্তু, ছবিটা যে ভুয়ো সেটা বুঝতে বাকি নেই কারো।

গতবছর ডিসেম্বরের এক তারিখ খ্রিশ্চান মতে বিয়ে করেন নিক-প্রিয়াঙ্কা। আর 2 তারিখ হয়েছিল তাঁদের হিন্দু মতে বিয়ে। রাজস্থানের যোধপুর উমেদ ভবনে হয় সেই বিয়ে। তারপর থেকেই প্রিয়াঙ্কার প্রেগনেন্সি নিয়ে একাধিক বার জল্পনা তৈরি হয়েছে। কিন্তু, এখনই যে প্রেগনেন্সির কোনও পরিকল্পনা নেই, তা স্পষ্টভাবে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

বিবাহবার্ষিকীতে নিজেদের কিছু না দেখা ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details