মুম্বই : প্রিয়াঙ্কার তাঁর সোশাল মিডিয়ায় তাঁর বাবার একটি ছবি শেয়ার করেছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে মহেন্দ্র কাপুরের 'কাহাঁ সে লায়ি হো জানেমন ইয়ে...'। সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন একটি আবেগপ্রবণ পোস্টও।
প্রিয়াঙ্কা লিখেছেন, "প্রতি বছর এই দিনে আমি আর সিড তোমায় সারপ্রাইজ় দেওয়ার উপায় খুঁজতাম। তবে কখনও আমরা সফল হইনি। কারণ তুমি সবসময় সবকিছু জানতে। তাই তুমি যেখানেই থাক, তুমি জান যে তুমি আমাদের সঙ্গেই আছ প্রতি মুহূর্তে।"