পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাবার জন্মবার্ষিকীতে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা... - বলিউড

আজ প্রিয়াঙ্ক চোপড়ার বাবা অশোক চোপড়ার জন্মবার্ষিকী। 2013 সালে প্রয়াত হয়েছিলেন তিনি। এই দিনটিতে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা চোপড়ার বাবা

By

Published : Aug 24, 2019, 5:37 PM IST

মুম্বই : প্রিয়াঙ্কার তাঁর সোশাল মিডিয়ায় তাঁর বাবার একটি ছবি শেয়ার করেছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে মহেন্দ্র কাপুরের 'কাহাঁ সে লায়ি হো জানেমন ইয়ে...'। সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন একটি আবেগপ্রবণ পোস্টও।

বাবা-মায়ের সঙ্গে ছোট্ট প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা লিখেছেন, "প্রতি বছর এই দিনে আমি আর সিড তোমায় সারপ্রাইজ় দেওয়ার উপায় খুঁজতাম। তবে কখনও আমরা সফল হইনি। কারণ তুমি সবসময় সবকিছু জানতে। তাই তুমি যেখানেই থাক, তুমি জান যে তুমি আমাদের সঙ্গেই আছ প্রতি মুহূর্তে।"

প্রিয়াঙ্কা ও সিদ্ধার্থ...

প্রিয়াঙ্কা আরও লেখেন, "আমি যা কিছুই করি, আমি তোমার এনকারেজমেন্টের কথা ভাবি। আমি যে সিদ্ধান্ত নেই, তোমার সম্মতির অপেক্ষা করি। তোমার আশীর্বাদ পেয়ে আমি ধন্য।"

দেখে নিন সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details