পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিউ ইয়র্কের রাস্তায় ভারতীয় 'সোনা', সৌজন্যে নিক-প্রিয়াঙ্কা - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

নিউ ইয়র্কে ভারতীয় রেস্তোরাঁ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস । পাশ্চাত্যের মাটিতে একটা ছোটোখাটো ভারত...পুজো করে শুভ সূচনা করলেন দম্পতি ।

Priyanka Chopra restaurant
Priyanka Chopra restaurant

By

Published : Mar 8, 2021, 12:23 PM IST

নিউ ইয়র্ক : নানা সংস্কৃতির মিশেলে ভারতীয় ফুড প্ল্যাটার খুবই বর্ণময়, লা জবাব । আর ভারতীয়রা জানেন বিদেশে সেই খাবার না পাওয়ার যন্ত্রণা । প্রিয়াঙ্কা চোপড়াও ভুক্তভোগী । তাই আমেরিকার মাটিতে একটা আস্ত ভারতীয় রেস্তোরাঁ খুলে ফেললেন অভিনেত্রী ।

'সোনা' নামের একটি রেস্তোরাঁর উদ্বোধন করলেন প্রিয়াঙ্কা । সঙ্গে ছায়াসঙ্গী নিক জোনাস । একসঙ্গে ছোটো একটা পুজো করে নতুন যাত্রা শুরু করলেন দম্পতি ।

প্রিয়াঙ্কা লিখেছেন, 'ভারতীয় খাবারের প্রতি আমার ভালোবাসা ঢেলে দিয়েছি আমি এই রেস্তোরাঁয় । যে খাবার খেয়ে যে স্বাদ পেয়ে আমি বড় হয়েছি, 'সোনা' তারই একটা প্রতিফলন ।'

শেফ হরিনায়কের তত্ত্বাবধানে তৈরি হয়েছে 'সোনা' । খুব মন দিয়ে এই রেস্তোরাঁর মেনু সাজিয়েছেন হরি । উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা । দেখে নিন তাঁর পোস্ট...

কয়েকদিন আগে নিজের হেয়ারকেয়ার লাইন লঞ্চ করেচেন প্রিয়াঙ্কা । 'অ্যানোমালি' নামে সেই ব্র্যান্ড ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে । এবার 'সোনা'-র পালা । নিউ ইয়র্কের রাস্তায় এই ছোটো ভারত কতটা সাড়া ফেলতে পারে দেখা যাক ।

ABOUT THE AUTHOR

...view details