নিউ ইয়র্ক : নতুন মিউজ়িক ভিডিয়ো মুক্তি পেল জোনাস ব্রাদারের । সেখানে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের এক নতুন রূপ ফুটে উঠল । ভিডিয়োতে তাঁদের কেমিস্ট্রি আরও বেশি করে প্রমাণ করল যে, প্রেমের মধ্যেই বাস দম্পতির ।
শুধু নিক-প্রিয়াঙ্কা নয়, এই ভিডিয়োতে নিকের অন্য ভাই জো জোনাস ও তাঁর স্ত্রী সোফি টার্নারকেও দেখা গেল । তাঁদের শট ছিল একটি হাই স্কুলের সেটআপে, অন্যদিকে নিক-প্রিয়াঙ্কার সমস্ত শট অন্দরমহলে ।