পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ম্যাট্রিক্স 4'-এর শুটিং শুরু করে দিলেন প্রিয়াঙ্কা ? - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

শোনা গেছিল যে, 'ম্যাট্রিক্স' ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ইনস্টলমেন্টে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া । তবে জানেন কি, ইতিমধ্যেই শুটিং শুরু করে দিয়েছেন অভিনেত্রী ?

Priyanka chopra matrix 4
Priyanka chopra matrix 4

By

Published : Jul 7, 2020, 9:15 AM IST

মুম্বই : 'ম্যাট্রিক্স' ফ্র্যাঞ্চাইজ়ির চতুর্থ ইনস্টলমেন্টে থাকতে পারেন প্রিয়াঙ্কা, এই খবর আলোর গতিতে ছড়িয়ে পড়েছিল কয়েকমাস আগে । আর এবার শোনা গেল যে, সেই ছবির শুটিংও শুরু হয় গেছে । হলিউড অভিনেতা কিনু রিভসের বিপরীতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে ।

তবে প্রিয়াঙ্কার চরিত্রটা ঠিক কী, সেটা জানা যায়নি । শুধু এটুকু জানা গেছে যে, কোনও অ্যাকশন আইকনের অবতারে দেখা যাবে তাঁকে । কৌতুহলটাকে জিইয়ে রাখতে চেয়েছেন নির্মাতারা ।

কোরোনার প্রকোপে মার্চ মাসের মাঝখানে বন্ধ করে দিতে হয় 'ম্যাট্রিক্স 4'-এর প্রোডাকশন । মাত্র এক মাস শুটিংয়ের পরই লকডাউন হয়ে যায় । ফলে বেশিরভাগ অংশের শুটিং বাকি রয়ে গেছে এখনও ।

.

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, 'ম্যাট্রিক্স 4'-এর পুরো কাস্টকে রীতিমতো শারীরিক কসরৎ করানো হয়েছে, যাতে তাঁরা অ্যাকশন দৃশ্যে নিপুণ অভিনয় করতে পারেন । উত্তর ক্যালিফোর্নিয়াতে শুরু হয় শুটিং ।

প্রিয়াঙ্কা চোপড়ার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'দ্য স্কাই ইজ় পিঙ্ক' । সোনালি বোস পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কার অভিনয় প্রশংসিত হলেও ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ।

ABOUT THE AUTHOR

...view details